মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে এক ব্যক্তির মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে এক পথচারী যুবক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় জানাতে পারেনি।
রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে বেয়ারিং প্যাড তার মাথার উপর পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তেজগাঁও থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বর্তমানে মেট্রোর চলাচল বন্ধ রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি ফুটপথে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়।
উল্লেখ্য, বেয়ারিং প্যাড হলো বিশেষ ধরনের রাবর দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়।



























