রাজধানীতে ট্রেন আটকে বিক্ষোভ বৃহত্তর সিলেটবাসীর
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় টাঙ্গুয়ার এক্সপ্রেস চালুসহ আট দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী।
শনিবার (১ নভেম্বর) সকালে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় একটি ট্রেন তারা প্রায় ১০ মিনিট আটকে রেখে পরে ছেড়ে দেন।
আন্দোলনকারীরা জানান, বৃহত্তর সিলেট অঞ্চলের স্বার্থে টাঙ্গুয়ার এক্সপ্রেস চালুসহ আট দফা দাবিতে সিলেটের পাশাপাশি ঢাকাতেও তারা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে তারা আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
অবরোধে অংশ নেওয়া এক আন্দোলনকারী বলেন, “আমরা দুপুর ১২টার দিকে একটি ট্রেন ১০ মিনিটের জন্য আটকে রেখেছিলাম। পরে মন্ত্রণালয়ের আশ্বাসে সেটি ছেড়ে দিয়েছি। আজকের মতো আমাদের কর্মসূচি শেষ করেছি।”



























