কেন্দ্রীয় ঈদগাহের পাশে ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহের পাশে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলের দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।



























