শনিবার ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ১৩ নভেম্বর ২০২৫

ড্রামে ভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

ড্রামে ভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে
ছবি: সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট এলাকায় ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। হাতের আঙুলের ছাপের মাধ্যমে জানা গেছে, নিহত ব্যক্তির নাম আশরাফুল হক। তার বাড়ি রংপুরের শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহ মাঠের পাশে পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে একটি নীল রঙের ড্রামের ভেতর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি খণ্ড-বিখণ্ড অবস্থায় ছিল।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে ড্রাম থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও সিআইডি ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে সিআইডি বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হাতের আঙুলের ছাপ বিশ্লেষণ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে লাশ, অন্যটিতে চাল পাওয়া গেছে। লাশটি মাথাসহ উদ্ধার হয়েছে, তবে অসংখ্য টুকরা হয়ে গেছে।’

জনপ্রিয়