বাড্ডায় বাসে আগুন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে মধ্যবাড্ডা এলাকায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পাওয়ার পরই একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে আগুন কীভাবে লেগেছে—স্বতঃস্ফূর্তভাবে নাকি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতের দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এ ছাড়া মিরপুর, শ্যামপুর ও কারওয়ান বাজার এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



























