বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটের ৪ আসন ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি

বাগেরহাটের ৪ আসন ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি
সংগৃহীত

বাগেরহাটের চারটি সংসদীয় আসন ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এ কর্মসূচি।

কমিটি জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ কয়েকজন উচ্চ আদালতে রিট দায়ের করেন। অবকাশকালীন বেঞ্চের বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেন। কমিশনকে আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম এ সালাম জানান, দুর্গাপূজা উপলক্ষে হরতাল শিথিল করে টানা দুই দিনের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আসন ফেরত না পাওয়া পর্যন্ত বাগেরহাটবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব।”