বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টাকা না খেয়ে, পক্ষপাত না করেও সাংবাদিকতা করা যায় : মাসুদ কামাল

টাকা না খেয়ে, পক্ষপাত না করেও সাংবাদিকতা করা যায় : মাসুদ কামাল
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল লিখেছেন, টাকা না খেয়েও কথা বলা যায়, পক্ষপাত না করেও সাংবাদিকতা করা যায়; আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। 

সম্প্রতি নিজের ইউটিউবে দেওয়া একটি ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

মাসুদ কামাল তার দর্শকের কথা অনুষ্ঠানে দর্শকদের করা মন্তব্য নিয়ে কথা বলেন। 'এইভাবে জামায়াতের প্রশংসায় গা ভাসালে আপা কিন্তু টাকা পাঠানো বন্ধ করে দিবে' এক দর্শকের করা এমন মন্তব্যের প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, উনি ধরে নিয়েছেন আপা আমাকে টাকা পাঠায়।

এই আপা কে বুঝতেই পারি উনি হয়তো শেখ হাসিনার কথা বলেছেন। তিনি কেন আমাকে টাকা পাঠাবেন? আর যদি সত্যিই পাঠাতেন, তবে কেউ না কেউ জানত, কোন না কোনভাবে প্রমাণ হতো।

মাসুদ কামাল বলেন, কেউ যদি নিরপেক্ষভাবে কিছু কথা বলে, সেটাকে ধরেই নেন কেন যে কারো না কারো থেকে টাকা খেয়ে কথা বলছি? টাকা না খেয়েও কথা বলা যায়, পক্ষপাত না করেও সাংবাদিকতা করা যায়, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আপনার কাছে প্রতিটা জিনিসই সন্দেহজনক মনে হয়।

যখন কথাটা একদিকে যায় তখন ভাবেন অন্যদিক থেকে টাকা আসতেছে।