আগারগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ২

নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও ঢাকার রাজপথে ফের দেখা গেল আওয়ামী লীগের নেতাকর্মীদের। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও এলাকায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
বিকেল সাড়ে ৩টার দিকে বেতার ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত যায়।
শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, বিক্ষোভে অংশ নেওয়া দুইজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হয়।
দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও রাজধানী ও বিভিন্ন জেলায় মাঝেমধ্যে ঝটিকা মিছিল করছে কর্মীরা। গত শুক্রবার বাংলামোটর, ৩১ আগস্ট ধানমন্ডি এবং এরও আগে নাবিস্কো ও গুলিস্তান এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে।