রিয়ালের হয়ে নতুন ইতিহাস গড়লেন মাস্তান্তুয়োনো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিক ফেলিপের। লিলের বিপক্ষে সেই ম্যাচে তার বয়স ছিল ১৮ বছর ৭৩ দিন। তবে রেকর্ডটি বেশিদিন টিকল না। গতকাল (মঙ্গলবার) রাতে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। মাত্র ১৮ বছর ৩৩ দিন বয়সে তিনি রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক করেন।
মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ইউরোপসেরা প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই। কিলিয়ান এমবাপের জোড়া পেনাল্টিতে ২-১ গোলের জয়ে শুভসূচনা করেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচে উজ্জ্বল উপস্থিতি ছিল নবাগত মাস্তান্তুয়োনোর। গোলের কাছাকাছি গিয়েও তিনি জালের দেখা পাননি।
এন্ড্রিক ও মাস্তান্তুয়োনোর আগে রিয়ালের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে নাম লিখিয়েছিলেন কিংবদন্তি রাউল গঞ্জালেস। ১৯৯৫ সালে আয়াক্সের বিপক্ষে অভিষেক ম্যাচে তার বয়স ছিল ১৮ বছর ৭৮ দিন। সেই রেকর্ড ভেঙে ফেলেন এন্ড্রিক, আর এবার সেটি ছাড়িয়ে গেলেন মাস্তান্তুয়োনো।
রিভার প্লেট থেকে চলতি মৌসুম শুরুর আগেই ৬ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দেন এই তরুণ আর্জেন্টাইন। দলবদলের সময় তার জন্য ব্যয় হয়েছে প্রায় ৫৩ মিলিয়ন ডলার। বয়সে তরুণ হলেও মাঠে নামলেই দর্শকদের পছন্দের কেন্দ্রে চলে আসেন তিনি। গ্যালারিতে তার নাম ধরে সমর্থকদের কোরাস গাওয়া যেন কোনো অভিজ্ঞ তারকারই প্রমাণ দেয়।
আগামী ২৭ সেপ্টেম্বর চিলিতে শুরু হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, যেখানে মাস্তান্তুয়োনোকে খেলাতে চায় আর্জেন্টিনা। তবে একই সময়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় তাকে ছাড়তে চাইছেন না রিয়াল কোচ জাভি আলোনসো। তিনি বলেন,
“বিষয়টা যদি আমার হাতে থাকত, তবে আমি তাকে ছাড়ার অনুমতি দিতাম না।”