শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ১৭ অক্টোবর ২০২৫

ভারতে পালানোর সময় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ভারতে পালানোর সময় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল (৫৭) এবং বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রিপন (৪৮)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভেলাপার ব্রিজ এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে পুলিশ চ্যালেঞ্জ করে। তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, স্থানীয় কিছু দালালের সহায়তায় ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের অভিযানে হাফিজুর রহমান ইকবালের কাছ থেকে ১৭ হাজার টাকা এবং মাহফুজুল আলম রিপনের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব টাকা তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ বলেন, “উজিরপুর থানায় হাফিজুর রহমান ইকবালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একইভাবে বরগুনার মাহফুজুল আলম রিপনের বিরুদ্ধেও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার হওয়ায় তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে উজিরপুর ও বরগুনার থানাগুলো চাইলে সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখাতে পারবে।”

তিনি আরও বলেন, “দিনাজপুর জেলার প্রায় সাতটি উপজেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা। এ কারণে সীমান্তজুড়ে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি বা রাজনৈতিক কর্মী সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে তিনি ধরা পড়বেন এবং আইনের মুখোমুখি হবেন।

জনপ্রিয়