কুষ্টিয়ায় ৭ দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ
কুষ্টিয়ার মিরপুরে শতবর্ষী রেলস্টেশন চালু, অবকাঠামোগত উন্নয়ন এবং স্টেশন মাস্টার পদায়নসহ সাত দফা দাবিতে স্থানীয়রা সোমবার (১৫ ডিসেম্বর) দুই ঘণ্টা ধরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
উপজেলা উন্নয়ন কমিটির আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার মানুষ। অবরোধের কারণে খুলনা-রাজশাহী ও ঢাকা-খুলনা চলাচলের দুটি ট্রেন আটকা পড়ে, ফলে খুলনার সঙ্গে দেশের অন্যান্য অংশে ট্রেন চলাচলে বিরাট সিডিউল বিপর্যয় সৃষ্টি হয় এবং হাজার হাজার যাত্রী দুর্ভোগের শিকার হন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শতবর্ষী এই রেলস্টেশন দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থাকায় অবকাঠামো নাজুক, স্টেশন মাস্টারের অভাব রয়েছে এবং যাত্রীসেবায় সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতির কারণে স্টেশন ও আশপাশের প্রায় ১৫ লাখ মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার দাবি জানানোর পরও রেল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ শীঘ্রই বিক্ষোভে পরিণত হয়।
কর্মসূচির সময় রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসেন। দাবি মেনে নেওয়ায় দুই ঘণ্টা পর বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ করে দেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ আন্দোলনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।



























