নেত্রকোণায় একইসঙ্গে ৩ স্থানে দুর্বৃত্তদের আগুন
নেত্রকোণায় একইসঙ্গে তিনটি পৃথক স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার চল্লিশাকান্দা মোড় ও কাইলাটি এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাইলাটি এলাকার ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মে দেওয়া আগুনে একটি আধাপাকা ঘরসহ সেখানে থাকা আসবাবপত্র, হাঁস-মুরগি ও মাছের খাদ্য সম্পূর্ণ পুড়ে যায়। একই এলাকায় একটি ছাগলের ঘরেও আগুন দেওয়া হলে সেখানে থাকা ২৯টি ছাগল পুড়ে মারা যায়। এ ছাড়া, শহরের চল্লিশাকান্দা মোড়ে দুর্বৃত্তরা একটি খড়ের ঘরে আগুন দেয়। পাশাপাশি কালইলাটি গ্রামে রাস্তার পাশে রাখা একটি খড়ের গাদাতেও আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, রোববার ভোরে ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মের এক কর্মচারী প্রথমে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ভোর ৪টার দিকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফার্মের মালিকের দাবি, এই অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
চল্লিশাকান্দা মোড়ে দেওয়া আগুন এবং কালইলাটি গ্রামে রাস্তার পাশে খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে জিডি করা হয়েছে।



























