বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

রংপুর প্রতিনিধি :

প্রকাশিত: ১০:৪৪, ৯ নভেম্বর ২০২৪

রংপুরে বাস চাপায় ভ্যানচালক নিহত 

রংপুরে বাস চাপায় ভ্যানচালক নিহত 
সংগৃহীত

রংপুরের একটি যাত্রীবাহী বাসের চাপায় রহিদুল ইসলাম যাকের (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কে খাঁরুভাজ নদীর ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক যাকের উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, নিহত রহিদুল ইসলাম যাকের ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে উপার্জন করছিলেন। শুক্রবার যাকের সকালে খাবার খেয়ে বাড়ি থেকে তার ভ্যান নিয়ে বেড়িয়ে পড়েন। দুপুরের পরে ইকরচালী বাজার বাসস্ট্যান্ড হতে শলেয়াশাহ বাজারের যাত্রী নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন। এমন সময় খাঁরুভাজ নদীর ব্রিজের উপরে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী শিমু সাহেদ (ঢাকা মেট্রো-ব-১৫৭৩৬৩) বাস চাপা দিলে ঘটনাস্থলে যাকেরের মৃত্যু হয়।

ইউপি সদস্য মিলন মিয়া বলেন, আমার বাড়ির পাশেই যাকেরের বাড়ি, শান্ত স্বভাবের মানুষ ছিলেন তিনি। আজ তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু আমরা কখনই ভাবতে পারিনি। 
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান গণমাধ্যমকে বলেন, বাস চাপায় ভ্যানচালক রহিদুল ইসলাম যাকেরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পাশাপাশি সড়ক আইনে মামলা করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়