রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ৩১ আগস্ট ২০২৫

ভারত-চীন বন্ধুত্বই সঠিক পথ: শি জিনপিং

ভারত-চীন বন্ধুত্বই সঠিক পথ: শি জিনপিং
সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ভারতের সঙ্গে চীনের বন্ধুত্বই সঠিক পথ। সীমান্তে উত্তেজনা প্রশমনের পর সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকে এ মন্তব্য করেন শি। 

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তিনি বলেন, “আমরা বিশ্বের দুই জনবহুল দেশ ও গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। জনগণের কল্যাণ ও মানবসমাজের অগ্রগতির জন্য আমাদের ভালো প্রতিবেশী ও বন্ধু হিসেবে একসঙ্গে এগিয়ে যেতে হবে। ড্রাগন ও হাতির একত্রে এগিয়ে আসাই সঠিক পথ।”

এ সময় শি জিনপিং জানান, এ বছর চীন-ভারত কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি হচ্ছে। তিনি মোদিকে চীন সফরে আমন্ত্রণও জানান।

অন্যদিকে, বৈঠকের শুরুতে মোদি বলেন, ভারত চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ—যা হবে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে। তিনি জানান, সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে কৈলাশ মানস সরোবর যাত্রা ও সরাসরি বিমান চলাচল আবারও শুরু হতে যাচ্ছে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ২০টিরও বেশি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার ১০ জন প্রধান অংশ নিচ্ছেন।