ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আগেই শিরোপা নিশ্চিত করেছিল ভারত। তবে আজ (রোববার) নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ নাটকীয়ভাবে ৪-৩ গোলে জয় তুলে নিয়েছে।
ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের শুরুতেই পূর্ণিমা মারমার দুর্দান্ত হেডে লিড নেয় লাল-সবুজরা। ৭ মিনিটের মাথায় ভারত সমতা ফেরালেও ৩৬ মিনিটে আলপী আক্তারের গোল আবারও এগিয়ে দেয় বাংলাদেশকে।
দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে বাংলাদেশ ৩-১ এ এগিয়ে যায়। কিন্তু ভারত হাল ছাড়েনি। ৬৫ মিনিটে বাংলাদেশি ডিফেন্ডারের ভুলে ব্যবধান কমায় তারা। ৮৮ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেঘলার ভুলে দূরপাল্লার শটে সমতা ফেরায় ভারত (৩-৩)।
সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ইনজুরি সময়ে। প্রীতির নেওয়া শট ভারতীয় গোলরক্ষকের হাত ফসকে পোস্টে লেগে জালে ঢুকে যায়। সেই গোলেই ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। কিক-অফের পরই রেফারির শেষ বাঁশি বাজলে ভারতীয় ফুটবলাররা অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়ে আর বাংলাদেশের মেয়েরা উল্লাসে মেতে ওঠে। ম্যাচসেরা হয়েছেন জয়সূচক গোলদাতা প্রীতি।
টুর্নামেন্টে চার দল ডাবল রাউন্ড রবিন লিগে খেলেছে। ৬ ম্যাচে ভারতের সংগ্রহ সর্বোচ্চ ১৫ পয়েন্ট। বাংলাদেশের পয়েন্ট ১৩। ভুটানের বিপক্ষে ড্র না হলে বাংলাদেশেরও সমান ১৫ পয়েন্ট হওয়ার সুযোগ ছিল। তখন শিরোপা নির্ধারণ হতো হেড-টু-হেড ও গোল ব্যবধানে।