চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন হাটহাজারী পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে, যা রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টা থেকে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
এ সময় কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, সমাবেশ, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ২ নম্বর গেট এলাকায় শাহাবুদ্দীন ভবনের এক ফ্ল্যাটে প্রবেশকালে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান মারধর করলে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে গেলে দারোয়ান পালিয়ে যান। এসময় স্থানীয়রা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। মসজিদের মাইকে ঘোষণা দিয়েও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা।
রোববার (৩১ আগস্ট) সকালেও শিক্ষার্থী ও স্থানীয়রা ফের মুখোমুখি অবস্থানে যায়। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনও আহত হন। পরে কয়েক ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নির্দেশনা দিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামানো হয়েছে। তিনি শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
সংঘর্ষ ও উত্তেজনার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।