মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৬, ৬ মে ২০২৫

কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার

কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার
সংগৃহীত

চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

সোমবার (৫ মে) রাত ১০টার দিকে পৌর  বিএনপির আহ্বায়ক ছুরত আলমের স্বাক্ষরিত  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে প্রাথমিক সদস্য পদ বাতিলসহ দলীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

কক্সবাজার পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী ও সদস্য সচিব জনাব মোহাম্মদ আবুল কাসেম ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। রফিকুল হুদা চৌধুরী বলেন, চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক  নাসির উদ্দীন নাসিরের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও তাকে বেশ কয়েকবার সর্তক করা হয়েছিল।

 

 

সম্পর্কিত বিষয়: