বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৩৪, ৭ মে ২০২৫

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি রেজাউল করিম মল্লিক

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি রেজাউল করিম মল্লিক
সংগৃহীত

ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রেজাউল করিম মল্লিক বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকম বিভাগে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী রেজাউল করিম মল্লিককে এখন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এর আগে, গত ১৩ মার্চ তাকে ডিবির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়, যদিও এ পদক্ষেপের পেছনে কোনো কারণ প্রকাশ করা হয়নি।

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি সিআইডির ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার পদোন্নতির বঞ্চনার শিকার হন এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়।

সম্পর্কিত বিষয়: