বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ৪ সেপ্টেম্বর ২০২৫

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুই যুবক কাউন্টারের সামনে ধূমপান করছিলেন। কাউন্টার কর্তৃপক্ষ তাদের অন্যত্র যেতে বললে কথা কাটাকাটি হয়।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, পরে ওই দুই যুবক আরও কয়েকজনকে ডেকে এনে হঠাৎ হামলা চালায়। এতে কাউন্টারের কাচ ও আসবাবপত্র ভাঙচুর হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দৌড়ে সরে যায়।

সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানান, অন্তত কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়: