বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশিত: ০৯:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে কটেজ জোনে অনৈতিক কর্মকাণ্ড, অভিযানে আটক ১৩

কক্সবাজারে কটেজ জোনে অনৈতিক কর্মকাণ্ড, অভিযানে আটক ১৩
সংগৃহীত

পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে অনিরাপদ হয়ে উঠেছিল কক্সবাজারের কটেজ জোন। এলাকাটিকে অপরাধমুক্ত করতে ট্যুরিস্ট পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডে কয়েকটি আবাসিক কটেজ ও হোটেলে তল্লাশি চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, সম্প্রতি কটেজ জোনে ছিনতাই ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধ ঘটেছে। এছাড়াও এখানে পর্যটকরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পেয়েছি।

আটকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

সপ/আম

সম্পর্কিত বিষয়: