ম্যাজিস্ট্রেট আসার খবরে পালাল বর-কনে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বিয়ের আসর থেকে বর-কনে ও তাদের স্বজনরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের প্যান্ডেল খুলে বরযাত্রীদের ফেরত পাঠিয়ে দেন উপজেলা প্রশাসন। এভাবেই বন্ধ হয় বাল্যবিয়ে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীকে ভুয়া কাগজপত্র তৈরি করে সাবালিকা দেখানো হয়। পরে তাকে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন করেন কনেপক্ষ। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে তড়িঘড়ি করে পালিয়ে যান বর-কনে ও তাদের পরিবারের সদস্যরা।
পরে উপজেলা প্রশাসন বিয়েবাড়ির প্যান্ডেল ভেঙে দেন এবং বরযাত্রীদের ফেরত পাঠান। পাশাপাশি পুনরায় যেন এ বিয়ে সম্পন্ন না হয় সে বিষয়ে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান গণমাধ্যমকে বলেন, “ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কনে ও তার স্বজনরা পালিয়ে যান। পরে প্যান্ডেল খুলে বরযাত্রীদের ফেরত পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। এরপর আবার যেন বিয়ে সম্পন্ন না হয়, সে জন্য স্থানীয় ওয়ার্ড মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে।”