শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২৫

রংপুরে ক্যাসিনো-ডলার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রংপুরে ক্যাসিনো-ডলার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
সংগৃহীত

রংপুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারণার সঙ্গে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন– গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া এলাকার লাল মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩২), হাফিজুর রহমান (৩৩), শামীম মিয়া (২৪) এবং একই এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন সরকার ওরফে তিতাস (২৮)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী।
এর আগে, গতরাতে (বৃহস্পতিবার) মিঠাপুকুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


রিপন মিয়া নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ওসি নুর আলম সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। তারা প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে ভুক্তভোগীদের বিভিন্ন স্থানে ডেকে নিত। এরপর কৌশলে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।

তিনি আরও জানান, শুধু রংপুরেই নয়, দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষকেও একই কায়দায় প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: