শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

আজ সালমান শাহর মৃত্যুবার্ষিকী

আজ সালমান শাহর মৃত্যুবার্ষিকী
সংগৃহীত

আজ ৬ সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই দিনটি এক গভীর শোকের দিন। ১৯৯৬ সালের এদিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন অসাধারণ জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে তার হঠাৎ মৃত্যু পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। আজ তার ২৯তম মৃত্যুবার্ষিকী।

সময় যতই এগিয়ে যাক, এই দিনে কোটি ভক্তের মনে আবার ফিরে আসে শোক, বিস্ময় আর গভীর ভালোবাসা।

সালমান শাহের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। মাত্র চার বছরের ক্যারিয়ারেই (১৯৯৩-১৯৯৬) অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা হয়েছিল তার হাত ধরেই।

‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’সহ একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। শুরুতে এটিকে আত্মহত্যা বলা হলেও, তার মৃত্যু ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য। এখনো তা নিয়ে বিতর্ক, তদন্ত ও আইনি লড়াই চলমান। প্রকৃত কারণ আজও পরিষ্কার হয়নি।

সালমান শাহের অকাল প্রয়াণে শুধু চলচ্চিত্র অঙ্গনই নয়, পুরো বাংলাদেশ হারিয়েছিল এক প্রিয় মুখ, এক আশার প্রতীক। তার শূন্যতা আজও পূরণ হয়নি।

মৃত্যুর বহু বছর পরেও তিনি রয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক হয়ে। আজও ইউটিউবে তার সিনেমা কোটি মানুষ দেখে, সোশ্যাল মিডিয়ায় চলে তার নামে ট্রেন্ডিং। তরুণ প্রজন্মও অনুসরণ করে তার স্টাইল। তিনি কেবল অভিনেতা নন, এক কালজয়ী সংস্কৃতি-প্রতীক।

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা জানাই সালমান শাহকে। ছোট জীবনে তিনি দেখিয়েছিলেন বড় স্বপ্ন, বড় প্রেম, বড় আশা। তিনি নেই, কিন্তু তার কাজ ও ক্যারিশমা আজও আমাদের মনে অম্লান।

সালাম, সালমান শাহ। বাংলা চলচ্চিত্র আপনাকে কখনো ভুলবে না। আপনি ছিলেন, আছেন, থাকবেন কোটি হৃদয়ের নায়ক হয়ে।

সম্পর্কিত বিষয়: