শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

বিনোদন ডেস্ক :

প্রকাশিত: ১১:০৬, ৬ সেপ্টেম্বর ২০২৫

অভিনয়ের স্বপ্ন দেখিয়ে কুকর্মের দিকে ঠেলে দিতেন এই অভিনেত্রী!

অভিনয়ের স্বপ্ন দেখিয়ে কুকর্মের দিকে ঠেলে দিতেন এই অভিনেত্রী!
সংগৃহীত

গ্ল্যামারের আড়ালে উঠে এল এবার এক ভয়ংকর বাস্তব। অভিনয়ের স্বপ্ন দেখাতেন তরুণীদের, আর ঠেলে দিতেন দেহব্যবসার মতো এক কুকর্মে! সদ্য এমনই অভিযোগ উঠে এসেছে ভারতের বাঙালি অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার মুম্বাই থেকে তাকে আটক করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ। খরিদ্দার সেজে আনুশকার সঙ্গে যোগাযোগ করতে একটি মলে ঢোকে দুই পুলিশ সদস্য। জানা যায়, অভিযুক্ত অভিনেত্রী নিজেই ওই বিলাসবহুল মলে ডেকে আনেন তাদের।  সেখানেই ছদ্মবেশী পুলিশের হাত থেকে টাকা নিতে গিয়ে ধরা পড়েন আনুশকা মনি মোহন দাস।

এ সময় অভিযান চালিয়ে আরও দুই অভিনেত্রীকেও উদ্ধার করা হয়; যারা ধারাবাহিক এবং বাংলা সিনেমায় অভিনয় করেন। তারাও নাকি কাজ করার আশায় স্বপ্নের শহরে এসে নিজেদের হারিয়ে ফেলে; যারা আনুশকারই চক্রান্তের শিকার। বর্তমানে তাদের একটি সেফ হাউজে পাঠানো হয়েছে। আর পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত, অতীতে আনুশকা মনি মোহন দাস বাংলা ছবিতে কাজ করার পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছিলেন। কিন্তু সিনেজগতে জমকালো এন্ট্রি, তারপর কর্পূরের মতো উবে যাওয়া এবং অবসাদের শিকার হয়ে বিপথে চালিত হওয়ার উদাহরণ সিনেদুনিয়ায় নতুন নয়। আবারও তেমনই এক ঘটনার পুনরাবৃত্তি। ৪১ বছর বয়সী এই অভিনেত্রী টালিউডের হিট সিনেমা ‘লোফার’-এও কাজ করেছিলেন। আর সেই অভিনেত্রীই এখন দেহব্যবসা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশের ধরায়।

সপ/আম

সম্পর্কিত বিষয়: