বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ১৬ অক্টোবর ২০২৫

যেসব কারণে জুলাই সনদে স্বাক্ষর করছে না এনসিপি

যেসব কারণে জুলাই সনদে স্বাক্ষর করছে না এনসিপি
ছবি: সংগৃহীত

জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সরব থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এ সনদে স্বাক্ষর করবে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এমনকি আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বয়কটের কথাও জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা।

প্রধানত ২টি কারণে নবগঠিত দলটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান দলের আহ্বায়ক।

কারণ দুটি হলো- প্রথমত এই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না এবং দ্বিতীয়ত এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের। যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আইনিভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চিয়তা ছাড়া যদি জুলাই সনদে সাক্ষর করি, সেটা মূল্যহীন হবে। পরবর্তী সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দেবে, কী টেক্সট সেখানে থাকবে, সেটার নিশ্চিয়তাও আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেটা বললেন—সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান বা যে আয়োজন চলছে সেখানে আমরা নিজেরা অংশীদার হবো না।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমরা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি। তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সাক্ষরে যাব না।’

নাহিদ এই অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না।’

জনপ্রিয়