বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ২ ডিসেম্বর ২০২৫

চ‌বি‌তে মদ তৈরির গোপন কারখানা, আটক ২

চ‌বি‌তে মদ তৈরির গোপন কারখানা, আটক ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের লিজকৃত জমিতে গড়ে ওঠা গোপন বাংলা মদের কারখানায় অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। 

সোমবার রাত সাড়ে ১২টার দিকে জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রিনহাউস এলাকার ব্রিজের উত্তর পাশের জমিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন এবং চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তফা কামাল। প্রায় তিন ঘণ্টার অভিযানে আটক দুই জনের একজন সুমন চাকমা। অপর নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

জানা যায়, বখতিয়ার ফকির নামে এক ব্যক্তি বিশ্ববিদ্যালয় থেকে জমিটি লিজ নেন। সেই জমিতেই গত ১৫ বছর ধরে চাষাবাদ ও বসবাস করে আসছিলেন সুমন চাকমা। তাঁর ব্যবহৃত ঘরের পেছনে লম্বা বারান্দা জুড়ে গড়ে তোলা হয়েছিল গোপন মদের কারখানা।

জীববিজ্ঞান অনুষদের পুকুরপাড় এলাকায় বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা ও কিছু শিক্ষার্থীর ঘনঘন যাতায়াত নজরে আসলে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বিভাগ বিষয়টি পর্যবেক্ষণে নেয়। নিশ্চিত তথ্য পাওয়ার পরই সোমবার রাতে অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৩০ লিটার মদভর্তি ড্রাম, ৫ লিটারের ডেকচি, বোতলজাত মদসহ বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। এছাড়াও মদ বিক্রির হিসাব-নিকাশ থাকা বেশ কয়েকটি নোটবুকও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে বন্য শূকর, হরিণ, বন্য মুরগিসহ বিভিন্ন বন্য প্রাণী শিকার করে মাংস বিক্রির কথাও স্বীকার করেন সুমন।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্য প্রাণী সংরক্ষণ আইন এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুমনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি লিজকৃত জমিতে অবৈধভাবে মদের কারখানা পরিচালনার অপরাধে সংশ্লিষ্ট লিজ বাতিল এবং অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগে আর্থিক জরিমানার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়