বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ২ ডিসেম্বর ২০২৫

কর্মবিরতিতে শিক্ষকরা বার্ষিক পরীক্ষা লাটে

কর্মবিরতিতে শিক্ষকরা বার্ষিক পরীক্ষা লাটে
ছবি: সংগৃহীত

চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি দ্বিতীয় দিনেও দেশের বার্ষিক পরীক্ষায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। 

সোমবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতির ফলে মঙ্গলবারও ঢাকাসহ সারাদেশের অধিকাংশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্র থেকে হতাশ হয়ে ফিরে আসে। কোথাও কোথাও কর্মচারীদের দায়িত্বে পরীক্ষা নেওয়ার উদ্যোগ থাকলেও বেশির ভাগ বিদ্যালয়েই পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

এই পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। বিচ্ছিন্নভাবে কিছু বিদ্যালয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। যেমন—মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে সপ্তম ও অষ্টম শ্রেণির পরীক্ষা কর্মচারীদের মাধ্যমে অনুষ্ঠিত হলেও দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা নেওয়া যায়নি। খুলনা, রাজশাহী, যশোর, কুমিল্লা ও দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকেও একই ধরনের বিঘ্নের খবর পাওয়া গেছে।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে চলমান এ আন্দোলন সম্পর্কে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রাখা সরকারি আচরণবিধির লঙ্ঘন। তিনি সতর্ক করে জানান, এ ধরনের কর্মবিরতির কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

ব্যানবেইসের তথ্যমতে, দেশে ৬৩১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন ১৩ হাজারের বেশি শিক্ষক। সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা, শূন্য পদে নিয়োগ ও পদোন্নতি কার্যকর করা এবং বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন—এই চার দফা দাবিতে শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। দাবির বিষয়ে অগ্রগতি না হওয়ায় রোববার থেকেই বিভিন্ন বিদ্যালয় বার্ষিক পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করে।

এদিকে মাধ্যমিক শিক্ষকদের পাশাপাশি তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশও কর্মবিরতিতে অংশ নিয়েছে। তবে ঢাকার বেশির ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল নিয়মিতভাবেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা কর্মকর্তাদের কঠোর নির্দেশনার কারণে রাজধানীতে কর্মসূচির প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক জানান, কর্তৃপক্ষ আলোচনায় বসে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করতে প্রস্তুত। অন্যথায় বর্তমান শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

জনপ্রিয়