আজ সাত কলেজ শিক্ষার্থীদের বৃহৎ বিক্ষোভ
রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ–২০২৫ দ্রুত জারির দাবিতে আজ সকালে ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচিটি শুরু হবে আজ বুধবার বেলা ১১টায়।
এই আন্দোলনের ডাক দিয়েছে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫–এর খসড়া নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা ও মতামত গ্রহণ চললেও এখনো এর চূড়ান্ত অনুমোদন বা অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে একাডেমিক কার্যক্রমে স্থবিরতা, শিক্ষার্থীদের পরিচয় সংকট, উচ্চশিক্ষার ভবিষ্যৎ অনিশ্চয়তাসহ নানামুখী উদ্বেগ তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত খসড়া অধ্যাদেশের ওপর অনলাইনে মতামত গ্রহণ করে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা বৈঠকেও অধ্যাদেশের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হয়। তবু চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে শঙ্কায় রয়েছেন।
এ অবস্থায় রাষ্ট্রপতির মাধ্যমে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে মিছিলটি আয়োজন করা হয়েছে বলে জানায় আন্দোলনকারীরা। মিছিল শেষে ঢাকা কলেজের প্রধান ফটকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে আন্দোলনের পরবর্তী পরিকল্পনা ও দাবি-দাওয়ার ব্যাখ্যা তুলে ধরা হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, সাত কলেজ তথা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এই বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



























