জাবিতে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।
রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে হল প্রভোস্ট ও হল সংসদের যৌথ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি অবৈধভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন বলে জানিয়েছে প্রশাসন।
এছাড়া তিনি মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
হল প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষ তল্লাশি করে অভিযুক্ত শিক্ষার্থীর টেবিলের লকার থেকে ৯ বোতল ভদকা পাওয়া যায়। পরে খাটের নিচ থেকে আরও ৮ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ছিল ২০ বোতল।
অভিযুক্ত শিক্ষার্থীর বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি সহজেই অবৈধভাবে ভারত থেকে মদ সংগ্রহ করে ক্যাম্পাসে বিক্রি করতেন—এমন অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, মদগুলো নিজের ব্যবহারের জন্য এবং বন্ধুদের দেওয়ার উদ্দেশ্যে এনেছিলেন।
এদিকে অভিযুক্তের কয়েকজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জামসিং এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং সেটিকে মাদক কারবারের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, “এই কক্ষে যাদের অ্যালটমেন্ট রয়েছে তারা কেউ সেখানে থাকে না। আমরা জানতে পেরেছি, বিভিন্ন সময় এখানে এসে মাদক সেবন করা হতো। অভিযুক্ত শিক্ষার্থী মীর মশারফ হোসেন হলে অ্যালটেড হলেও এই হলে এসে অবস্থান করছিল। অভিযান চালিয়ে তার লকার ও কক্ষ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হল প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।



























