সোমবার ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ৩ জানুয়ারি ২০২৬

রাষ্ট্রীয় শোকের কারণে জাবির ভর্তি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা পুনর্নির্ধারণ

রাষ্ট্রীয় শোকের কারণে জাবির ভর্তি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা পুনর্নির্ধারণ
ছবি: সংগৃহীত

জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার সি-১ ইউনিটের একটি ব্যবহারিক পরীক্ষা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ০১ জানুয়ারি অনুষ্ঠিতব্য সি-১ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়।

পরে ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে উক্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও একই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এর প্রেক্ষিতে ব্যবহারিক পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ জানুয়ারি ২০২৬ (সোমবার)।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত পূর্বঘোষিত সময় ও স্থানসহ অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে এই পুনর্নির্ধারিত সূচির অনুলিপি পাঠানো হয়েছে।

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: