সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৫, ৩১ আগস্ট ২০২৫

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে পরীক্ষা স্থগিত

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে পরীক্ষা স্থগিত
সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (৩১ আগস্ট) সকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোববারের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

এর আগে শনিবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে প্রায় ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “গতকালের ঘটনায় বিভিন্ন ফ্ল্যাটে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে। আমরা এ বিষয়ে ভিসির সঙ্গে মিটিং করছি। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

জানা গেছে, দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী ২ নম্বর গেটের মাছ বাজার সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় প্রবেশের সময় তার সঙ্গে দারোয়ানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন। পরে শিক্ষার্থী তার এক সহপাঠীকে বিষয়টি জানান। খবর পেয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে দারোয়ানকে ধরতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অন্যদিকে শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাল্টা জড়ো হন। এতে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে এবং অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
 

সম্পর্কিত বিষয়: