৫ বছর পর দেশে ফিরলেন শাবানা

অভিনয় ছেড়েছেন বহু আগেই, ছেড়েছেন দেশও। বদলেছেন জীবনযাপন। তবে কালেভদ্রে ফিরেই আসেন আপন মাটিতে। তেমনি ৫ বছর পর আবার দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা।
বেশ কয়েকদিন আগে দেশে ফিরলেও এখনো গণমাধ্যমে সহজে কথা বলতে চান না তিনি। থাকছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে। শাবানা দেশে না থাকলে এ বাড়ি খালিই পড়ে থাকে।
এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন শাবানা। তখন তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। তাঁর স্বামী ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করতে চান। তবে সে সময়ে কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয়নি; তারা যুক্তরাষ্ট্রে ফিরে যান।
২০২০ সালের আগে ২০১৭ সালেও একবার দেশে এসেছিলেন শাবানা। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রায়ই দেশে আসা হয় তাঁর।
ষাটের দশকের শুরুতে এহতেশাম পরিচালিত *নতুন সুর* ছবিতে শিশুশিল্পী হিসেবে তাঁর চলচ্চিত্রে অভিষেক। পাঁচ বছর পর নায়িকা হিসেবে পর্দায় আসেন *চকোরী* ছবিতে, যেখানে নায়ক ছিলেন নাদিম।
২৫ বছর আগে জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন হঠাৎই অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাবানা। বর্তমানে তিনি স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন। দীর্ঘ সময় পরপর দেশে এলেও গত ৫ বছরে আর আসা হয়নি।