বাংলা গানের নক্ষত্র সাবিনা ইয়াসমিনের আজ জন্মদিন

বাংলা গানের ভুবনে এক অনন্য নাম সাবিনা ইয়াসমিন। ছোটবেলা থেকেই সুরের সঙ্গে তাঁর পথচলা শুরু। মাত্র ৭ বছর বয়সেই প্রথম মঞ্চে গান করেন তিনি। এরপর ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
প্রায় পাঁচ দশকের সংগীত জীবনে সাবিনা ইয়াসমিন শ্রোতাদের উপহার দিয়েছেন দেশাত্মবোধক গান, আধুনিক বাংলা গান, ধ্রুপদী, লোকগীতি থেকে শুরু করে চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গান। বাংলা সিনেমার ইতিহাসে সর্বাধিক— বারো হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ চৌদ্দবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, যা এক অনন্য রেকর্ড।
তাঁর সুরেলা কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়েছেন কয়েক প্রজন্মের শ্রোতা। আব্দুল আলীমের মতো কিংবদন্তি শিল্পীর সঙ্গে যেমন গান গেয়েছেন, তেমনি একালের নতুন প্রজন্মের গায়কদের সঙ্গেও সমান তালে কণ্ঠ মিলিয়েছেন। এমনকি উপমহাদেশের বিখ্যাত সুরকার আর ডি বর্মণের সুরে গান গাওয়ার সুযোগও পেয়েছেন তিনি।
১৯৮৫ সালে গানের জন্য ভারত থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন সাবিনা ইয়াসমিন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক সহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা।
বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, সুইডেন, নরওয়ে, হংকং, আমেরিকা, বাহরাইন, ভারত, পাকিস্তানসহ পৃথিবীর নানা দেশে বাংলা গান পরিবেশন করেছেন তিনি। সম্প্রতি তিনি কানাডায় সংগীত সফরে গিয়েছিলেন।
সংগীতের পাশাপাশি চলচ্চিত্রেও তাঁর বিচরণ ছিল। গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ‘উল্কা’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
আজ ৪ সেপ্টেম্বর প্রখ্যাত এই শিল্পীর ৭১তম জন্মদিন। ১৯৫৪ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করা এই গানের পাখি বাংলা গানের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন চিরকাল।