রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

স্বামী বাড়ি ছাড়লেই প্রেমিকের সঙ্গে থাকেন শিল্পা!

স্বামী বাড়ি ছাড়লেই প্রেমিকের সঙ্গে থাকেন শিল্পা!
ছবি: সংগৃহীত

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার। সম্প্রতি তাদের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মুম্বাই পুলিশ ‘লুকআউট’ নোটিশ জারি করেছে। এর মধ্যেই শোনা গেল, বাড়ি ছেড়েছেন রাজ, আবার শিল্পার নতুন প্রেমের খবরও ছড়িয়ে পড়ে ভারতীয় গণমাধ্যমে।

শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ‘মেহর’। ছবি মুক্তির আগে তিনি ঘোষণা দেন—প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন। তবে সেই উদারতাও তাকে রেহাই দেয়নি। এবার নাকি স্ত্রী শিল্পাও তাকে ভুলে গেছেন!

সম্প্রতি ফারহা খান শিল্পার বাড়িতে যান তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। রাজের খোঁজ করলে শিল্পা জানান, তিনি নাকি স্বামীর সঙ্গে নয়, বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন। এ কথা শুনে অবাক ফারহা মজা করে বলেন, “এই তো জীবন! স্বামী যেতে না যেতেই প্রেমিক এল বাড়িতে।”

পরে অবশ্য শিল্পা জানান, প্রেমিক বলতে তিনি তার স্বামী রাজ কুন্দ্রাকেই বুঝিয়েছেন। ‘মেহর’ ছবিতে রাজকে সর্দারের চরিত্রে দেখা গেছে, আর সেই পরিচয়েই তাকে ‘প্রেমিক’ বলে উল্লেখ করেন শিল্পা। এক কথায়, স্বামীর প্রচারেই মেতে উঠেছেন তিনি।

এদিকে, চলতি মাসের ২৪ আগস্ট থেকে শুরু হওয়া সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এও যোগ দিয়েছেন রাজ। পাশাপাশি এ বছর তার তিনটি পাঞ্জাবি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বছরের শুরুটা ইতিবাচক হলেও হঠাৎ করেই প্রতারণা মামলার কারণে নতুন বিতর্কে জড়ালেন রাজ-শিল্পা।

সম্পর্কিত বিষয়: