বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের পাশে থাকার অঙ্গীকার শাহরুখসহ তারকাদের

ভারতের পাঞ্জাবে টানা অতিভারী বর্ষণে সৃষ্টি হয়েছে গত ৩৭ বছরের ভয়াবহতম বন্যা। রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে, ক্ষতিগ্রস্ত প্রায় ৩.৪৫ লাখ মানুষ। ডুবে গেছে অন্তত ১,৪০০ গ্রাম। সেনা, নৌবাহিনী ও বায়ুসেনার উদ্ধারকাজে এখন পর্যন্ত ২০ হাজার মানুষকে সরানো হয়েছে, ৫ হাজারকে পাঠানো হয়েছে ত্রাণশিবিরে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠানকোট, লুধিয়ানা, গুরুদাসপুর, অমৃতসর ও হোশিয়ারপুর। কৃষি খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে— ডুবে গেছে প্রায় ৩.৭৫ লাখ হেক্টর জমি, নষ্ট হয়েছে ১.৪৮ লাখ হেক্টরেরও বেশি ফসল। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে ৬০ হাজার কোটি টাকা সাহায্যের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। তিনি লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে। সকলের জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পাঞ্জাবের মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন।’
এছাড়া গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ দত্তক নিয়েছেন ১০টি গ্রাম, এমি ভির্ক দায়িত্ব নিয়েছেন ২০০টি পরিবার, আর সোনম বাজওয়া ভক্তদের আহ্বান জানিয়েছেন দুর্গতদের পাশে দাঁড়াতে।