অপু দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো: মিষ্টি জান্নাত

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত প্রায়ই বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে নেটিজেনদের আলোচনায় থাকেন। এবার তিনি শিরোনামে এলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে দেওয়া মন্তব্যে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে অপু বিশ্বাসকে নিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লেখেন— “অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।”
মিষ্টি জান্নাতের এই মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানামুখী প্রতিক্রিয়া। কেউ কেউ তার সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন, আবার কেউ মজার ছলে ঠাট্টা করেছেন।
এর আগে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই জানিয়েছিলেন, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণ ভারতের কয়েকজন নায়িকার সঙ্গে। তার ভাষায়— “মেকআপ ছাড়া আমাকে অনেকেই তামান্না ভাটিয়ার মতো বলেন। শুকিয়ে গেলে কিয়ারা আদভানির সঙ্গে তুলনা করেন। আবার কখনো সারা আলি খানের সঙ্গেও মিল খুঁজে পান।”
উল্লেখ্য, মিষ্টি জান্নাতের চলচ্চিত্রে অভিষেক হয় লাভ স্টেশন সিনেমার মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেছেন চিনি বিবি, তুই আমার, আমি নেতা হবোসহ একাধিক ছবিতে। প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি, ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা তুই আমার রানি প্রযোজনা করেন। এছাড়া ভোজপুরি সিনেমা রংবাজ খিলাড়িতেও অভিনয় করেছেন এ অভিনেত্রী।