শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫

অধ্যাপক রাশিদুল আলম

জাকসু নির্বাচনে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি

জাকসু নির্বাচনে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম বলেছেন, এই বছরের জাকসু নির্বাচনে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। 

শনিবার বিকেল সোয়া ৫টায় সিনেট ভবনে অনুষ্ঠিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভোট গণনা শনিবার দুপুর আড়াইটার দিকে শেষ হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৭ জন, যার মধ্যে প্রায় ৮,০০০ জন ভোট দিয়েছেন।

মোট ১৭৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৯ জন সহ-সভাপতি (ভিপি), ৯ জন সাধারণ সম্পাদক (জিএস), ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) ও ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ভোটগ্রহণ বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে অনুষ্ঠিত হয়। মোট প্রার্থীর ২৪.৪% নারী। ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে দুইজন মহিলা এবং চারটি পদে কোনো নারী প্রার্থী ছিলেন না।

এবার নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মোট ৮টি প্যানেল অংশ নেয়। তবে ছাত্রদলসহ ৫টি প্যানেল অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে।