আগামী বছর ৫ মার্চ নেপালে ব্যালট যুদ্ধ
					নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই দিনে ভেঙে দেওয়া হয়েছে সংসদ এবং আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।
৭৩ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী হিসেবে দেশটির নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। দুর্নীতিবিরোধী গণআন্দোলনের মুখে সরকার পতনের এক সপ্তাহ পর সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি শপথ নেন।
এর আগে, গত সোমবার সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ততদিনে আন্দোলন রূপ নিয়েছিল গণবিক্ষোভে। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর সরকারি দপ্তর ও সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন।
দুর্নীতিমুক্ত জীবনযাপন ও স্বচ্ছ নেতৃত্বের জন্য নেপালের সাধারণ মানুষের কাছে ইতোমধ্যেই জনপ্রিয় সুশীলা কার্কি। বিশেষ করে দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা তরুণ প্রজন্ম এবং ‘জেন জেড’ আন্দোলনের ছাত্ররা তার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেবেন বলে জানা গেছে।
				
				


























