চলন্ত ট্রেন থেকে লাফ, গুরুতর আহত কারিশমা

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা মুম্বাইয়ের লোকাল ট্রেনে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া কারিশমার এমন খবরে ভক্তরা উদ্বিগ্ন।
দুর্ঘটনার পর কারিশমা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভাগ করেছেন। তিনি লিখেছেন, “গতকাল শুটিংয়ের জন্য চার্চগেটে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেন ধরতে গিয়েছিলাম। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই গতি বেড়ে যায়, আর আমি দেখি আমার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেনি। ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই। দুর্ভাগ্যবশত, পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে।”
অভিনেত্রী জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তিনি বলেন, “আমার পিঠে ব্যথা, মাথা ফুলে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তাররা এমআরআই করার পরামর্শ দিয়েছেন, মাথায় আঘাত গুরুতর কি না, তা জানতে আমাকে একদিনের জন্য হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
কারিশমা আরও লিখেছেন, “গতকাল থেকে আমি প্রচণ্ড ব্যথায় ভুগছি, তবে আমি শক্ত আছি। সবাই আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।”