শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন। বিজয়া দশমী উপলক্ষে আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায়, মোট তিন দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিনের ছুটি থাকবে।

সূত্র মতে, দেশের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে। এ ছাড়া ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিন ছুটি পাচ্ছেন। পাশাপাশি ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মী পূজার দিনটিতে ঐচ্ছিক ছুটিও থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন ছুটি থাকবে। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায়, তাদের ছুটির সময়সূচি নিজ নিজ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

সম্পর্কিত বিষয়: