একাধিক সন্তানের জন্ম দিতে চাই : পরিণীতি

এবারের দীপাবলি উৎসব পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জীবনে নিয়ে এলো এক বিশেষ আনন্দের বার্তা। দীপাবলির ঠিক আগেই পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি।
দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরিণীতি। এর ঠিক একদিন আগেই স্ত্রীকে নিয়ে দিল্লি উড়াল দিয়েছিলেন রাজনীতিক রাঘব চাড্ডা। পরের দিনই তাদের ঘর আলো করে আসে নতুন অতিথি—প্রিয় পুত্র।
মা হওয়ার পরই পরিণীতির পুরোনো একটি সাক্ষাৎকার ফের আলোচনায় এসেছে। সেখানে তিনি বলেছিলেন, “আমি শিশু দত্তক নিতে চাই, এটা আমার বহুদিনের ইচ্ছা। সেই সঙ্গে আমি একাধিক সন্তানের মা হতে চাই।” পরিণীতির এই মানবিক ইচ্ছা ও মাতৃত্ববোধে মুগ্ধ হয়েছেন অনেকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে চলছে শুভেচ্ছা আর প্রশংসার বন্যা।
মজার বিষয় হলো—পরিণীতি যা বলেন, অনেক সময় তার উল্টোই ঘটে! একসময় তিনি মজা করে বলেছিলেন, কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। অথচ শেষ পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন রাজনীতিক রাঘব চাড্ডাকেই। তাই অনেকেই এখন রসিকতা করে বলছেন, হয়তো একাধিক সন্তান নেওয়ার স্বপ্নও এবার সত্যি হতে চলেছে!
চলতি বছরের আগস্ট মাসেই রাঘব–পরিণীতি দম্পতি ভক্তদের জানিয়েছিলেন, তাদের জীবনে নতুন অতিথি আসছে। গর্ভাবস্থার পুরো সময় জুড়ে তারা নানান সুন্দর মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। দীপাবলির ঠিক আগেই সেই অপেক্ষার অবসান ঘটল—আলোয় ভরল তাদের জীবন।