বুধবার ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫, ২১ অক্টোবর ২০২৫

রোনালদোকে ছাড়াই ভারতে আসলো আল নাসর, হতাশ সমর্থকরা

রোনালদোকে ছাড়াই ভারতে আসলো আল নাসর, হতাশ সমর্থকরা
ছবি: সংগৃহীত

আগামীকাল ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এর ম্যাচ খেলবে সৌদি আরবের ক্লাব আল নাসর। ম্যাচটি ঘিরে ভারতজুড়ে উৎসাহ-উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

সোমবার রাতেই গোটা আল নাসর দল ভারতে পৌঁছেছে। তবে দলে রোনালদো নেই—এ খবর নিশ্চিত হওয়ার পরই হতাশা ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে, বিশেষ করে গোয়ায়।

সৌদি গণমাধ্যম আগেই জানিয়েছিল, গোয়ার বিপক্ষে ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ভক্তদের মনে শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছিল। এমনকি গোয়া ক্লাবের পক্ষ থেকেও আল নাসরকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল যেন রোনালদোকে ম্যাচে খেলানো হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখা হয়নি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এ এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে আল নাসর। দুটিতেই ছিলেন না রোনালদো। তার সঙ্গে ক্লাবের চুক্তিতে বলা আছে—সৌদি আরবের বাইরে কোনো ম্যাচ হলে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, খেলবেন কি না।

রোনালদোর অনুপস্থিতি নিশ্চিত হওয়ার আগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছিলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদোর গোয়া সফরের সম্ভাবনার খবর গোয়া নয়, পুরো ভারতজুড়েই ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছে। তার গোয়া সফর আমাদের রাজ্যের জন্য এক গর্বের মুহূর্ত হতো।”

রোনালদো ভারতে আসবেন—এমন প্রত্যাশায় স্টেডিয়ামের সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। দিন কয়েক আগে আল ফাতেহর বিপক্ষে রোনালদোর গোল দেখে ভক্তদের সেই আশাও আরও বেড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের হতাশই হতে হচ্ছে।

তবে গোয়া এফসির কর্মকর্তা রবি পুষ্কুর জানিয়েছেন, “ভারতে সরকারি অতিথির মতোই সম্মান জানানো হবে আল নাসর দলকে। দলের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ খেয়াল রাখা হবে।”

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: