শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ১৮ অক্টোবর ২০২৫

নুসরাতের পোস্টে যশের দুষ্টু কমেন্ট, লজ্জা পেলেন নায়িকা

নুসরাতের পোস্টে যশের দুষ্টু কমেন্ট, লজ্জা পেলেন নায়িকা
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান আবারও ভাইরাল—তবে এবার অভিনয়ের জন্য নয়, এক কাপ গরম চকোলেট আর স্বামী যশ দাশগুপ্তের খুনসুটি ভরা মন্তব্যের জন্য।

শনিবার সকালে ইনস্টাগ্রামে নিজের একটি ছোট ভিডিও পোস্ট করেন নুসরাত। সেখানে দেখা যায়, হাতে এক কাপ গরম চকোলেট নিয়ে মুগ্ধ ভঙ্গিতে চুমুক দিচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “জীবনে অনেক কিছু ঘটবে, কিন্তু চকোলেট সব ঠিক করে দেয়!”

ভিডিওটি দেখেই যশ দাশগুপ্ত মন্তব্য করেন, “আরও কিছু চাই নাকি?”

যশের এই দুষ্টু প্রশ্নে লজ্জা পেয়ে নুসরাত দেন মুখ ঢেকে রাখা একটি ইমোজি! মুহূর্তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় হাস্যরসের বন্যা।

সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্বের গুঞ্জন শোনা গেলেও, এই মিষ্টি কথোপকথন যেন সব গুজব উড়িয়ে দিল। অনুরাগীদের মতে, “সব ঠিক আছে তাদের মধ্যে, চকোলেট যেমন বলেছিল—সব ঠিক করে দেয়!”

অভিনয় আর সংসার—দুই দিকেই এখন স্বচ্ছন্দে সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি। নুসরাত বরাবরই নিজের মতো করে বাঁচতে পছন্দ করেন। তিনি বিশ্বাস করেন, “ভালো থাকা মানে নিজের মনকে সময় দেওয়া।”

জনপ্রিয়