বুধবার ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ২১ অক্টোবর ২০২৫

টুর্নামেন্ট মাতাতে প্রস্তুত ওয়ালটন করপোরেট টিম

টুর্নামেন্ট মাতাতে প্রস্তুত ওয়ালটন করপোরেট টিম
ছবি: সংগৃহীত

করপোরেট জগতের বড় ফুটবল আসর ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ খেলতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। দেশের বিভিন্ন নামকরা করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে মাঠের প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ওয়ালটন করপোরেট ফুটবল টিমের সদস্যরা।

গত কয়েকদিন ধরে মিরপুরের দ্য বাবলস, বসুন্ধরার দি স্টেডিয়ামসহ রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলছেন ওয়ালটনের চৌকস খেলোয়াড়রা।

আগামী ২৩ অক্টোবর থেকে বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে শুরু হবে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’। সেভেন-এ-সাইড ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবে দেশের শীর্ষ করপোরেট হাউজগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য থাকছে লক্ষাধিক টাকার প্রাইজমানিসহ আকর্ষণীয় পুরস্কার। টুর্নামেন্টের আয়োজন করেছে জে কে স্পোর্টস ইভেন্ট, এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় ধারাভাষ্যকার কুমার কল্যাণ।

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের ক্যাপ্টেন রবিউল ইসলাম মিলটন বলেন, ওয়ালটন একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান। শুরু থেকে দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের এমপ্লয়ীদের নিয়ে গঠিত করপোরেট টিম ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে দারুণ সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এ অংশ নিচ্ছি আমরা।

তিনি আরো বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা করে। কর্মক্ষেত্রে পারফরমেন্স আরো বাড়িয়ে দেয়। এ ধরনের টুর্নামেন্টের আয়োজন ও অংশগ্রহণ তাই করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত এমপ্লয়ীদের জন্য দারুণ সুযোগ ও সম্মানের। করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মাঝে খানিকটা বিরতি নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে আমরা মুখিয়ে আছি। আমাদের দলের প্রতিটি সদস্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। আশা করছি খুব সুন্দর ও উপভোগ্য একটি ফুটবল টুর্নামেন্ট হবে।

ওয়ালটন করপোরেট ফুটবল টিমের অন্য সদস্যদের মধ্যে আছেন আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, নূর-ই আজিম সিদ্দিকী, সফিকুল ইসলাম এবং ইউনুস আলী।

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: