সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, সেনা মোতায়েন

বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু, সেনা মোতায়েন
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে হিমালয় কন্যা নেপাল। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ (সাবেক টুইটার) ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়ার পর এ বিক্ষোভের সূত্রপাত হয়। সোমবার সকালে রাজধানীর বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে শহরের সর্বত্র।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ দমনে জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করছে। অপরদিকে লাঠি, গাছের ডাল ও পানির বোতল হাতে নিয়ে প্রতিরোধে নেমেছেন বিক্ষোভকারীরা। এ সময় মুহূর্মুহু সরকারবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানী।

এমনকি বেশ কয়েকজন বিক্ষোভকারী জাতীয় সংসদ ভবনেও প্রবেশ করেছেন বলে খবর পাওয়া গেছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ