মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

মাহমুদ ফয়সাল, নোয়াখালী

প্রকাশিত: ১৮:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২৫

বাঁধেরহাট এ এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অফিস সহায়কের স্বরণে শোকসভা ও দোয়া

বাঁধেরহাট এ এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অফিস সহায়কের স্বরণে শোকসভা ও দোয়া
ছবি: সংগৃহীত

বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবর মো. জাকির হোসেন চৌধুরী এবং অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন পাটোয়ারীর মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর)  বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্যাহ মিলনায়তনে এ শোক সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। 

এসময় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র ও মৎস্য বিজ্ঞান অনুষদের ডীন  ড. জাহাঙ্গীর আলম সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ গর্ভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সফিকুল ইসলাম, কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য ও নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান গেদু, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান এবং কলেজ গর্ভনিং বডির চিকিৎসক প্রতিনিধি ডা. মো. সাইফ উদ্দিন ও কলেজের গর্ভনিং বডির সদস্য মাযহারুল ইসলাম প্রমুখ।

শোকসভায় আরো বক্তব্য রাখেন বাঁধেরহাট গ্লোবাল ইসলামি ব্যাংকের ম্যানেজার মঈন উদ্দিন, নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফুল করিম চৌধুরী জসিম, জমিদার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির সহ কলেজের শিক্ষক প্রতিনিধি , অভিভাবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

এসময় বক্তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রয়াত বাবর মো. জাকির হোসেন চৌধুরীর সামাজিক, ব্যক্তিগত ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন কলেজের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে গেছেন। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। অন্যদিকে অফিস সহায়ক জয়নাল আবেদীন পাটোয়ারীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেন তারা। পরে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সম্পর্কিত বিষয়: