মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

নেপালে উত্তেজনা: সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী ওলি

নেপালে উত্তেজনা: সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী ওলি
ছবি: সংগৃহীত

তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর নেপালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি জানায়, জেন জি আন্দোলনে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় প্রধানমন্ত্রী ওলি আলোচনার পথেই সমাধানের চেষ্টা করছেন। এ জন্য তিনি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন। তবে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে, তা উল্লেখ করা হয়নি।

প্রধানমন্ত্রী ওলি এক বিবৃতিতে বলেন, “রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন প্রয়োজন।”

তিনি আরও জানান, সংকট মোকাবিলায় তিনি সব পক্ষের সঙ্গে কথা বলছেন এবং একটি কার্যকর সমাধানে পৌঁছাতে চান।

এদিকে রাজধানী কাঠমান্ডু ছাড়াও দেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা রাজনৈতিক নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা আরও বেড়েছে দেশজুড়ে।

সম্পর্কিত বিষয়: