অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

টানা বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ওলি পদত্যাগপত্রে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করতেই তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন।
এর আগে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে টানা দুইদিন ধরে বিক্ষোভ চলছিল। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় কেপি শর্মা ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন আরও ৯০ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পদত্যাগের আগেই সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি। তিনি জানান, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।
ওলি বলেন, “রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন প্রয়োজন।”