মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ৯ সেপ্টেম্বর ২০২৫

নেপালে তাণ্ডব: টার্গেট নেতা মন্ত্রীরা

নেপালে তাণ্ডব: টার্গেট নেতা মন্ত্রীরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর এবার তীব্র বিক্ষোভে উত্তাল নেপাল। সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠলেও মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুসহ আশপাশের এলাকায় আন্দোলনের ঝাঁঝ কোনোভাবেই কমেনি। কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কার্ফু জারি থাকলেও তা অমান্য করে সকাল থেকেই রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতা।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে রাজধানীতে শুরু হয় তাণ্ডব। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এতে আরও এক বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিন ভক্তপুরের বালকোটে কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। যদিও বর্তমানে তিনি বালওয়াটারের সরকারি বাসভবনে অবস্থান করছেন।

সকাল থেকে বিক্ষুব্ধ জনতা দলে দলে হামলা চালায় রাষ্ট্রপতিসহ একাধিক মন্ত্রীর বাড়িতে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েলের সরকারি বাসভবনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। চলে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ। 

শুধু রাষ্ট্রপতি নয়, নেপালের আইনমন্ত্রীর বাড়ি, কংগ্রেসের জেনারেল সেক্রেটারি গগন থাপার বাসভবন, নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউদেলের বাড়ি, কীর্তিপুর পুরসভা ভবনসহ একাধিক সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

রাজপথজুড়ে চলছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মোড়ে মোড়ে পুলিশের ওপর পাথর নিক্ষেপ। ললিতপুর জেলার খুমালতারে সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ‘প্রচণ্ড’-এর বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। সেখানেও চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ।

সূত্র: এই সময়

সম্পর্কিত বিষয়: