লিবিয়ায় নৌকাডুবিতে ৬১ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৬১ জন সুদানি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআরের তথ্যমতে, নৌকাটিতে মোট ৭৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা এখনও নিখোঁজ। নিহতদের সবাই সুদানি শরণার্থী।
সংস্থার পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, “এ বিপর্যয়ের মূল কারণ সুদানের চলমান গৃহযুদ্ধ। সংঘাত বন্ধ হলে শরণার্থীরা নিরাপদে ঘরে ফিরতে পারবে এবং বিপজ্জনক সমুদ্রপথে পাড়ি দেওয়ার ঝুঁকি নিতে হবে না।”
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে। এ কারণে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে লিবিয়াসহ প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন।
এর মাত্র এক দিন আগে, মঙ্গলবার, সুদান থেকে লিবিয়ায় আসার পথে আরেকটি নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন সুদানি শরণার্থী প্রাণ হারান। ওই ঘটনায় ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইউরোপগামী অভিবাসীদের কাছে লিবিয়ার উপকূল অন্যতম প্রধান রুট হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেবল গত বছরই ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ জন অভিবাসী বা শরণার্থী মারা গেছেন কিংবা নিখোঁজ হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি